logo ১৯ এপ্রিল ২০২৫
গাছের সঙ্গে বাঁধা বিএনপি নেতার লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
০৮ জুলাই, ২০১৬ ১৪:০০:১৭
image



বগুড়া: সদর উপজেলায় এক ইউনিয়ন বিএনপির নেতাকে খুন করে তার লাশ গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা। গোকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির এই সহসভাপতির নাম নিজাম উদ্দিন।






শুক্রবার বেলা ১১টার দিকে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।






নিজাম উদ্দিন বাঘোপাড়ার উত্তরপাড়া গ্রামের মৃত ইজ পাইকারের ছেলে।






স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে যান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় লোকজন ঈদগাহ মাঠের পাশে গাছের সঙ্গে লাশ বাঁধা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।






প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মাটিতে বসানো ও গাছের সঙ্গে লুঙ্গি দিয়ে বাঁধা ছিল।






বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান,  হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।






(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)