পুরান ঢাকায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৬ ১০:০৩:১৩
ঢাকা: পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় মো. সাহেদ (২৮) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মো. সাহেদ পেশায় একজন ইলেকট্রিক ব্যবসায়ী। তিনি গেন্ডারিয়া থানার ৬৩/১ ঢালকানগর লেনের মৃত মো. মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।
নিহতের খালাতো বোন শাহানা আক্তার ঢাকাটাইমসকে বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাসার সামনে দাড়িয়েছিলেন সাহেদ। ওই সময়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার, রহমান, মালেক, শাকিল ও পাপ্পু এসে তাকে শরীরের বিভিন্নস্থানে এলাপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শনিবার ভোর পৌনে পাঁচটার সময়ে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০৯জুলাই/এএ/ইএস)