logo ১৯ এপ্রিল ২০২৫
বাবাকে ‘শিক্ষা’ দিতে শিশুর গায়ে গরম পানি
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৬ ১৬:০৫:২৬
image




চুয়াডাঙ্গা: বাবাকে ‘শিক্ষা’ দিতে বিথি নামে ১০ বছরের এক শিশু কন্যাকে গরম পানি দিয়ে ঝলসে দেয়া হয়েছে। নির্যাতিত ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সাইফুল ইসলাম পিনু নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।



শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পূর্ব ভান্ডারদাহ গ্রামে অমানবিক এ ঘটনা ঘটে।



পুলিশ জানায়, বিথির বাবা ইদ্রিস আলী পেশায় এক ভ্যান চালক। শুক্রবার রাতে ভ্যান নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলাম পিনু নামে এক জনের পায়ে একটু ধাক্কা লাগে। এ অভিযোগ তুলে পিনুসহ তার কয়েক সহযোগী দরিদ্র ভ্যান চালককে মারপিট করতে থাকে। এ সময় ভ্যান চালকের শিশু কন্যা বিথি বাবাকে জড়িয়ে ধরলে তাকে তুলে পাশের একটি চায়ের দোকানে নিক্ষেপ করা হয়। চায়ের কেটলির গরম পানি দিয়ে ঝলসে যায়া শিশুটির হাতসহ শরীরের একাংশ।



পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।



চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ রানা জানান, গরম পানিতে ওই শিশুর একটি হাত ও শরীরের কিছু অংশ পুড়ে ক্ষত-বিক্ষত হয়েছে।



চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফী উল্লাহ জানান, এ ঘটনায় শনিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুর বাবা একটি মামলা দায়ের করেছে। এ মামলায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম পিনুকে গ্রেপ্তার করা হয়েছে।



(ঢাকাটাইমস/০৯জুলাই/প্রতিনিধি/ইএস)