কবিরাজের শরবত খেয়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৬ ১৩:৪১:১৬

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. নুরু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ডেমরায় লতিফ বাওয়ানী জুটমিলে শ্রমিকের কাজ করতেন। ডেমরা থানার পুলিশ তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।
মৃতের জামাই সোহেল চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, গত ৪ জুলাই রাতে আমার শ্বশুর নুরু মিয়া ও শাশুড়ি রাশেদা বেগমকে এক কবিরাজ ও তার স্ত্রী এসে শরবত খাওয়ায়। এরপর তারা দুইজনে অজ্ঞান হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় ওই কবিরাজ। পরে আমরা খবর পেয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ১০টার তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো অচেতন অবস্থায় রয়েছেন মৃত নুরু মিয়ার স্ত্রী রাশেদা বেগম। তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত নুরু মিয়া তার পরিবারের সঙ্গে রাজধানীর ডেমরা থানার নীলপাড়া এলাকায় থাকতেন। তার পিতার নাম মৃত আবদুর রহমান ব্যাপারী।
এ ব্যাপারে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আয়ূব আলী ঢাকাটাইমসকে বলেন, গত শনিবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে ওই কবিরাজ ও তার স্ত্রী সন্ধান পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১০জুলাই/এএ/জেবি)