আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের জন্য এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তার নাম হেলেনা আক্তার সুমি (২০)। স্বামীসহ শশুর বাড়ির লোকজনের নির্যাতনে আহত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে ওই গৃহবধূর মা মোসা. তাসলিমা বেগম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ করেছেন।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ওই গৃহবধূ সাংবাদিকদের বলেন, তিনি জেলার বোয়ালমারী উপজেলার দেউলী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে। গত ২ বছর আগে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের নুরু মোল্যার ছেলে মো. মনির মোল্যার সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার স্বামী বিভিন্ন কাজের কথা বলে আমার বাবার বাড়ি থেকে ব্যবসা করার জন্য কয়েক লাখ টাকা ইতিপূর্বে নিয়েছে। অবশেষে গত ১৬ জুলাই আবারও ব্যবসা করার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। আমার বাবা মা দিতে অপারগতা স্বীকার করলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখে। পরে আমি আমার মাকে ফোন করে জানালে স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
মেয়ের মা মোসা. তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, আমার মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা। মারপিটের কারণে মেয়ে গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।
এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী মো. মনির মোল্যা সঙ্গে মুঠফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের বলেন, ঘটনার একটি অভিযোগ পেয়েছি। দ্রুত উভয় পক্ষকে ডেকে শুনানি করা হবে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/ইএস)