ঢাকা: রাজধানীর মিরপুরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ঘাতক স্বামী। নিহতের নাম সানজিদা আক্তার (২৫)।
মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধুর মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছেন। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছেন।
নিহত সানজিদা আক্তারের প্রতিবেশী নুরজাহান বেগম ঢাকাটাইমসকে বলেন, ‘গত সোমবার দিবাগত রাত একটার সময়ে ধারালো ছুরি দিয়ে সানজিদার স্বামী তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ছয়টার সময়ে সানজিদাকে মৃত ঘোষণা করেন।’
প্রতিবেশীরা জানান, প্রায় পাঁচ ছয়মাস আগে সানজিদার বিয়ে হয়। এরপর থেকেই তারা মিপুরের এক নম্বর ব্লকের, চার নম্বর রোডের, ১৩ নম্বর বাড়িতে ভাড়া থাকত। তবে ওই বাড়ির কেউই সানজিদার স্বামীর নাম জানে না। তাকে সবাই হুজুর বলেই ডাকত। তার মিরপুরের শাহআলী মুক্তিযোদ্ধা মার্কেটে একটি ফলের দোকান রয়েছে।
তবে কী কারণে সানজিদার স্বামী তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এএ/জেডএ)