logo ১৯ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে ১০ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ১৪:৩১:১৯
image



চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১০ লাখ পিছ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ইয়াবা পাচারের অভিযোগে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। গতকাল সোমবার রাতে নগরীর আনোয়ারা উপকূলে কোস্টগার্ড এই অভিযান চালায়।






এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে পূর্ব জোনের কমান্ডার শহীদুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার দাম ৫০ কোটি টাকারও বেশী।






তিনি জানান, আনোয়ারার দোভাষী বাজার বেড়বাঁধ এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। পরে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে একটি বোটে আরও একটি বড় ইয়াবার চালান আসছে। খবরের ভিত্তিতে সন্দেহজনক বোটটিকে আটকের চেষ্টা করা হলে পাচারকারীরা পারকি উপকূলে বোটটির তলা ফুটো করে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত বোটটির পাঁচটি বস্তায় নয় লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া গেছে।






আটক দুইজনকে আনোয়ারা থানায় এবং ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান শহীদুল ইসলাম।






(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/জেডএ)