logo ১৯ এপ্রিল ২০২৫
বাবার কঙ্কাল উদ্ধার, ছেলে গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৬ ১৮:৪৩:৩৪
image



ময়মনসিংহ: খুঁজে পাওয়া যাচ্ছে না বাবাকে। চোখে-মুখে উদ্বেগ নিয়ে থানায় হাজির ছেলে। প্রথমে সাধারণ ডায়েরি, পরে করলেন মামলা। তদন্তে নামে পুলিশ। তিন মাস পর পাল্টে যায় ঘটনার চিত্র। উদ্ধার হয় ব্যবসায়ী শাহজাহান সাজুর কঙ্কাল। আর তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হন মামলার বাদী শাহজাহানেরই ছেলে মোস্তফা কামাল ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মী সেকেন্দারকে।






ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়। দুপুরে সংবাদ সম্মেলন করে এই তদন্তের বিস্তারিত তুলে ধরে জেলা গোয়েন্দা পুলিশ।






ডিবি জানায়, গত ১৭ এপ্রিল ব্যবসায়ী শাহজাহান নিখোঁজ রয়েছেন বলে একটি জিডি করেন ছেলে মোস্তফা কামাল। জিডি করার চার দিন পর পিতাকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ এনে মোস্তফা কামাল বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি অপহরণ মামলাও করেন। এ মামলার চার আসামিকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কোনো তথ্য উদঘাটন করতে না পেরে গত ২১ জুলাই ব্যবসায়ী শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ম্যানেজার সেকান্দর আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শাহজাহানের হত্যাকারী তার ছেলে মোস্তফা কামাল।






সেকান্দরের দেয়া তথ্যে শুক্রবার দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট জঙ্গলের আনারস বাগানের মাটির প্রায় ছয় ফুট নিচ থেকে শাহজাহানের কঙ্কাল উদ্ধার করা হয়। পরে বিকালে জেলা স্থানীয় কেশরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বাবার ঘাতক কামালকে আটক করে পুলিশ।






মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মফিজুল ইসলাম জানান, আসামিদের দেয়া তথ্যে একটি দা, বস্তাসহ হত্যার কাজে ব্যবহৃত যাবতীয় আলামত জব্দ করা হয়েছে। ‘ঘাতক’ ছেলে মোস্তফা কামালকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/এলএ/জেবি)