logo ২৭ জুলাই ২০২৫
হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৬ ১২:৫৭:০০
image



ঢাকা: রাজধানীর হাজারীবাগে ইলিয়াস হোসেন (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাতটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধের পাশে এই ঘটনা ঘটে।  



পুলিশের ধারণা, মাদক ব্যবসায়ের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা ইলিয়াসকে হত্যা করে থাকতে পারে।






হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, সকালে প্রতিপক্ষরা ইলিয়াস হোসেনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






(ঢাকাটাইমস/২০জুলাই/জেবি)