সাভার (ঢাকা): সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন একটি সড়কের প্রায় পাঁচশ ইট তুলে দিব্বি নিজ বাড়ির দেয়াল নির্মাণ করছেন এক প্রভাবশালী ব্যক্তি। ক্ষমতাশালী হওয়ায় এলাকাবাসী নিভৃতে ভোগান্তি সহ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপন সংবাদে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামগড়ার মনির মার্কেট এলাকায় গিয়ে ঘটনার সত্যতা মেলে। এ সময় সাংবাদিকদের দেখে প্রথমে নিজ অর্থায়নে তিনি ইউনিয়ন পরিষদের এই সড়কটি নির্মাণ করেছেন বলে দাবি করেন দেলোয়ার হোসেন নামে ওই প্রভাবশালী ব্যক্তি। পরে আবার নিজেই সাংবাদিকদের উপস্থিতিতে তড়িঘড়ি করে ইট সড়কে স্থানান্তরে ব্যস্ত হয়ে ওঠেন।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া থেকে ভাদাইল চৌরাস্তা পর্যন্ত শাখা সড়কটির ইট তুলে দিব্বি ‘জমিদার বাড়ি’ নামে নিজ বাড়ির দুইটি দেয়াল নির্মাণ করছেন দেলোয়ার হোসেন নামে প্রভাবশালী ওই ব্যক্তি।
তবে কেন তিনি ইউনিয়ন পরিষদের সড়কের ইট তুলে বাড়ির কাজে লাগাচ্ছেন এমন প্রশ্নে দেলোয়ার হোসেন নিজের টাকা দিয়ে জনদুর্ভোগ দূর করতেই তিনি সড়কের ইট তুলে সেখানে ঢালাইয়ের ব্যবস্থা করছেন। তবে সেখানে এমন কোন কাজের প্রমাণ মেলেনি। এসময় তিনি উল্লেখ করে বলেন, নিজের টাকায় তিনি এই সড়কের নির্মাণ কাজ করেছেন। তাই তিনি সড়ক থেকে ইট তুলে বাড়ির দেয়াল নির্মাণ করছেন। এতে কারো সমস্যা হওয়ার কথা না বলেও জানান দেলোয়ার।
কিন্তু সরকারি সড়ক থেকে তোলা ইট দিয়ে কেন বাড়ির নির্মাণ কাজে ব্যবহার করছেন এমন প্রশ্নে দ্রুত বাড়ির নির্মাণাধীন দেয়াল থেকে শ্রমিকদের ইটগুলো খুলে ফেলতে বলেন। এমনকি তড়িঘড়ি করে ইটগুলো শ্রমিকদের দিয়ে আবার সড়কে স্থানান্তরে ব্যস্ত হয়ে ওঠেন। এসময় তিনি সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে অশোভন আচরণ করতে থাকেন।
সড়কটি জনৈক দেলোয়ার হোসেনের নিজস্ব অর্থায়নে তৈরি কিনা জানতে চাইলে ৮নং ওয়ার্ডটির ইউপি সদস্য আনোয়ার হোসেন মৃধা আতকে ওঠেন।
তিনি বলেন, এর আগে সম্পূর্ণ ইউনিয়ন পরিষদের অর্থায়নে ও তার তদারকিতেই জামগড়া থেকে ভাদাইল চৌরাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি নির্মাণ করা হয়েছে। সেক্ষেত্রে ব্যক্তি মালিকানার কোন প্রশ্নই ওঠে না। তবে সড়কটির ইট তুলে নিজ বাড়ির নির্মাণ কাজে কেন লাগানো হচ্ছে এ ব্যাপারে তিনি ও চেয়ারম্যান পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ ব্যাপারে ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ ভূঁইয়া ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
(ঢাকাটাইমস/২ আগস্ট/প্রতিনিধি/এলএ)