চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যান্টিনের ফরহাদুল ইসলাম নামে এক কর্মচারী খুন হয়েছেন।
রবিবার সকাল ৬টার দিকে খুন তিনি হয়েছেন বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, মাসুদ নামে এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ফরহাদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরহাদুল ইসলাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়ি এলাকার নুরুল আলমের ছেলে।
(ঢাকাটাইমস/৩১ জুলাই/এমইউআর/এলএ)