logo ১৭ এপ্রিল ২০২৫
গোদাগাড়ীতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইম
৩০ জুলাই, ২০১৬ ১৭:০৪:৪১
image




রাজশাহী: জেলার গোদাগাড়ীতে আঙ্গুরা বেগম (৫৮) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ হত্যকা-ের ঘটনা ঘটে।



শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আঙ্গুরা উপজেলার সাড়ইল গ্রামের মেহের আলীর স্ত্রী।



গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, বাড়িতে আঙ্গুরা তার স্বামী ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে তিনি বাড়ির বারান্দায় ঘুমান। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তার গলাকাটা লাশ দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।



তিনি আরও জানান, এ ঘটনায় নিহত আঙ্গুরা বেগমের মেয়ে নাসিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কয়েকজনকে আটক করেছে। তবে কে বা কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।



(ঢাকাটাইমস/৩০জুলাই/প্রতিনিধি/ইএস)