দুই বিকাশকর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৬ ১৩:৫৭:২১

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাপাশিয়া এলাকায় দুই বিকাশকর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- নগরীর কাজলা বৌ বাজার এলাকার রবিউল ইসলাম ও খড়খড়ি এলাকার মোমিনুল ইসলাম পলাশ। তারা রাজশাহীর মেসার্স ওমর এন্টার প্রাইজ নামের একটি বিকাশের এজেন্ট প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করেন।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, দুপুর ১২টার দিকে এই দুই বিকাশকর্মী টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বানেশ^রের আইএফআইসি ব্যাংকে যাচ্ছিলেন। পথে কাপাশিয়ার বাংলা ট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমির সামনে তিন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলকে ধাওয়া করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলের পেছনে বসে থাকা রবিউল পড়ে যান। এরপর চালক পলাশের পায়ে গুলি করা হয়। এ সময় তিনিও লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা রবিউলের কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয়রা তাদের দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রবিউলের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে ও পিঠে পাঁচটি গুলি লেগেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, ছিনতাইকারীদের আটক করে টাকা উদ্ধার করতে পুলিশ কাজ করছে।
(ঢাকাটাইমস/১০ আগস্ট/প্রতিনিধি/এলএ)