logo ১৫ এপ্রিল ২০২৫
বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১২
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৬ ২০:৩১:৪৯
image



গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় একটি স্বর্ণের দোকানে বোমা ফাটিয়ে ও গুলি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে দোকানের মালিক শংকর সুব্রতসহ ১২ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।






শুক্রবার সন্ধ্যায় ইয়াকুব আলী মার্কেটের সঙ্গিতা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।






পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাতটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বোমা ফাটিয়ে ইয়াকুব আলী মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে ফাঁকা গুলি করতে করতে ওই মার্কেটের শংকরের মালিকানাধীন সঙ্গিতা জুয়েলার্সে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে ওই স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিতে গিয়ে দোকান মালিক ও এক কর্মচারী আহত হন। এছাড়া, আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় ও বোমার স্পিøন্টারে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।






শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।






(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/ইএস/জেবি)