logo ১৫ এপ্রিল ২০২৫
‘প্রেমের কারণে’ স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৬ ১৬:১৯:১৭
image



কুষ্টিয়ায় ‘প্রেমের কারণে’ শুভ মণ্ডল নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রকে মেয়ের পরিবারের লোকেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । তবে ‘প্রেমের সম্পর্কের’ কথা অস্বীকার করেছে মেয়ের পরিবার।






রবিবার সকালে কুষ্টিয়ার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুভ আরমান মণ্ডলের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।






স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর বাজারে থেকে বাড়ি ফিরছিল শুভ। এ সময় লাঠি ও টর্চলাইট দিয়ে শুভকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায় মেয়ের বাবা রশিদ মৃধা, চাচা রাজ্জাক, জাহিদ ও উথান। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।






নিহতের পরিবার বলছে, এক বছর আগে শুভর সঙ্গে একই গ্রামের রশিদ মৃধার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মেয়ের পরিবার জানতে পারলে কয়েক দফা শুভ ও আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিল।






নিহত শুভর দাদা আবুল হোসেন মণ্ডল চারজনের নাম উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা করেছেন বলে জানায় পুলিশ।






(ঢাকাটাইমস/১৪ আগস্ট/প্রতিনিধি/এলএ)