logo ০৮ এপ্রিল ২০২৫
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মা আটক
পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৬ ২০:৫৭:১৪
image



পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে সিয়াম (৫) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির সৎমা আরজিনা খাতুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।






স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিয়ামকে না পেয়ে খোঁজাখুঁজি করে তার মা সুমী খাতুনসহ স্বজনরা। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে সৎমা আরজিনা খাতুনের ঘরে সিয়ামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের লোকজন ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।






পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিত তদন্তে জানতে পেরেছি। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






ওসি আরও জানান, কিভাবে, কারা, কী কারণে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সৎমা আরজিনা খাতুন, সিয়ামের চাচাতো ভাই শাকিল হোসেন ও তার স্ত্রী উর্মী খাতুনকে আটক করা হয়েছে।






সিয়ামের মা সুমী খাতুন বলেন, ‘স্বামী-সংসার থেকে আমার চিহ্ন মুছে ফেলতে পরিকল্পিতভাবে আমার ছেলে সিয়ামকে আরজিনা ও তার পরিবারের লোকজন হত্যা করেছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’






(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/জেবি)