জনবহুল বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বাড়ছে। চাহিদার সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থা সঙ্গতিপূর্ণ না হওয়ায় দেশে বেকারের সংখ্যা বেড়েই চলছে। উচ্চ শিক্ষা গ্রহণ করার পরও দেশে প্রায় অর্ধেকই এখন বেকার। আর এই বেকারত্বের সুুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সম্প্রতি রংপুরে এরকমই একটি চক্রের সন্ধান মিলেছে।
এই চক্রটি বিরুদ্ধে অনলাইন টিভি ‘চ্যানেল সেভেন’ নাম নিয়ে বাজারে আসার আগেই চাকরি দেয়ার নাম করে সহজ-সরল শিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
এদের বিরুদ্ধে আকর্ষণীয় বেতন-ভাতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের ডোনেশনের নেয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
এই চক্রের মূল হোতা হিসাবে বিবেচনা করা হচ্ছে জাকিয়া জাহান নামের এক মহিলা। জাকিয়ার বিরুদ্ধে রংপুর মহানগরীর পানি উন্নয়ন বোর্ডের তিস্তা প্রজেক্ট কলোনীর খোরশেদ আলমের পুত্র তানভীর আহমেদ শুভের একটি অভিযোগের পর থানা পুলিশ নড়েচড়ে বসে।
পরে পুলিশ ‘চ্যানেল সেভেন’ অফিসে অভিযান চালায়। অভিযানের পর জাকিয়া গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না।
রংপুর কোতয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাকিয়া জাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে সে ব্যাপারে সুনির্দৃষ্টভাবে কিছু বলা হয়নি।
এ নিয়ে জাকিয়া জাহানের সাথে কথা বলার চেষ্টা করে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি। তবে ওই চ্যানেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, চ্যানেলের বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে চ্যানেটি।
পুলিশ জানায়, থানায় অভিযোগের পর ‘চ্যানেল সেভেন’ এর বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে অনলাইন টিভি ‘চ্যানেল সেভেন’ নামে তথ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদিত নেই এবং এটির কোন নিবন্ধনও নেই। বুধবার রাতে পুলিশ ওই অফিস তল্লালি চালিয়েছে।
পুলিশ জানায়, রংপুর মহানগরীর ইসলামবাগ খলিফাপাড়ার মৃত. ডাঃ দিদার রসুলের স্ত্রী জাকিয়া জাহান ২০১৫ সালের ডিসেম্বর মাসে চেকপোষ্ট ইসলামবাগ এলাকার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ভবনের ৩য় তলায় ‘চ্যানেল সেভেন’ নামের অনলাইন টিভির অফিস নেয়।এরপর জাকিয়া জাহান চ্যানেল সেভেন অনলাইন টিভির পরিচালক সেজে নিউজ এডিটর, নিউজ প্রেজেনটরসহ বিভিন্ন পদে চাকুরি দেয়ার কথা বলে বিক্রয় ডট কম-এ আকর্ষণীয় বেতন-ভাতা প্রদানের নিশ্চয়তা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ওই বিজ্ঞপ্তি দেখে তানভীর আহমেদ শুভসহ রংপুরের অসংখ্য শিক্ষিত বেকার যুবক-যুবতী চ্যানেল সেভেন অনলাইন টিভিতে চাকুরির জন্য আবেদন করেন। চাকুরি প্রত্যাশিরা অফিসে যোগাযোগ করলে তাদের ইন্টারভিউ নিয়ে মোটা অঙ্কের ডোনেশন নেয়ার পর তাদের মাসিক বেতন নির্ধারণ করে চাকুরি দেয় কিন্তু বেতন ভাতা, নিয়োগপত্র এবং পরিচয় পত্র না দেয়ায় এ নিয়ে বিভ্রান্ত দেখা দেয়।
অফিসের কাছে বারবার ধর্ণা দিয়েও কোন কাজ না হওয়ায় থানায় অভিযোগ করে শুভ।
(ঢাকাটাইমস/ ১৯ আগস্ট/ আরআই/এআর)