logo ০৮ এপ্রিল ২০২৫
প্রকল্প বাস্তবায়ন না করেই জোর করে চেকে সই আদায়
আঞ্চলিক (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৬ ১২:০৫:৩০
image




ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মুগটুলা ইউপি সচিবের নিকট থেকে জোর করে ব্যাংক চেকে স্বাক্ষর আদায়ের অভিযোগে উঠেছে ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে। ঈশ্বরগঞ্জে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে ওই তারা এ কাণ্ড ঘটিয়েছেন বলে মামলা করেছেন মো. আবদুল আউয়াল।



আসামিরা হলেন- মুগটুলা ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মামুন, মেম্বার মো. আশকর আলী, আবদুল মান্নান, আবদুর রহিম, মো. সুলেমান ও মেম্বার আবুদল মান্নানের ছেলে লোকমান হোসেন।



অভিযোগে প্রকাশ, ইউপি সচিব মো. আবদুল আউয়ালের নিকট থেকে গত বুধবার স্বাক্ষর নেয়ার জন্য ঈশ্বরগঞ্জ শাখার সোনালী ব্যাংকের চলতি হিসাব নম্বর ২০২০১৮১৪৪-পাঁচটি ব্যাংক চেক পাঠান ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান। চেকগুলোতে মোট টাকার পরিমাণ আট লাখ। এগুলো ছিল স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-২-এর দ্বিতীয় কিস্তির প্রকল্পের। প্রকল্প বাস্তবায়ন প্রতিবেদনপ্রাপ্ত না হওয়ায় চেকে স্বাক্ষর করতে অসম্মতি জানালে সচিবকে ইউপি ভবনের ভেতরে এক দফা লাঞ্ছিত করা হয়। পরে তাকে আসামিরা মারধর করে ভয়ভীতি দেখিয়ে পাঁচটি খালি চেকে স্বাক্ষর নেন।



অভিযুক্ত চেয়ারম্যান মো. বদরুজ্জামান মামুন বলেন, ইউপি সচিব আবদুল আউয়াল জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন। এলজিএসপি বাস্তবায়ন করেই সচিবের স্বাক্ষরের জন্য চেক পাঠানো হয়েছিল।



তবে সচিবকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান।



ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বদরুল আলম খান ঢাকাটাইমসকে জানান, মামলায় সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাকে লাঞ্ছিত এবং মারধর করে ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তদন্ত চলছে।



(ঢাকাটাইমস/২০ আগস্ট/প্রতিনিধি/এলএ)