logo ০৮ এপ্রিল ২০২৫
কাকরাইলে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৬ ১২:৪৭:৪৫
image



রাজধানীর কাকরাইলে বখাটে যুবকের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী গুরুতর আহত হয়েছে। তার নাম সুরাইয়া আক্তার রিশা (১৫)। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।






প্রত্যক্ষদর্শী মো. তানভীর হাসান মুঠোফোনে ঢাকাটাইমসকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে কাকরাইলের ফুটওভার ব্রিজের নিচে রিশিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় দুপুর একটার দিকে। তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। এতে তার ভুড়ি বের হয়ে গেছে।






আহত মেয়েটির মা তানিয়া আক্তার বলেন, আমি ইস্টার্ন মল্লিকা মার্কেটে বৈশাখী টেইলার্সে কাপড় সেলাই করতে যাই। সেখানে কর্মরত খাইরুল নামে একটি ছেলে আমার মেয়ের দিকে কেমন করে তাকাতে থাকে। বিষয়টি মেয়ে আমাকে একাধিকাবার বলেছে। আমার ধারণা ওই খাইরুলই আমার মেয়েকে ছুরিকাঘাত করেছে।






আহত সুরাইয়া আক্তার রিশার পিতার নাম রমজান আলী। তিনি পেশায় একজন চামড়ার ব্যবসায়ী। রিশা তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার সিদ্দিক বাজারের ১০৪ নম্বর বাড়িতে থাকে।  






রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটির স্কুল ছুটির পরে একটি বখাটে ছেলে তার পেটে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে কেউ তাকে আটক করতে পারেনি।






(ঢাকাটাইমস/২৪আগস্ট/এএ/জেবি)