চাকরি দেয়ার নামে প্রতারণা, জোরপূর্বক ও চাকরিপ্রত্যাশীদের আটকে রাখার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর একটি দল। উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি চাকরি প্রত্যাশীকে।
সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ কথা জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-২ এর অতিরিক্ত সুপার শাহাব উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, উত্তরা চৌরাস্তা আজমপুর কাঁচাবাজার, শাহ কবির মাজার রোডের হাসান মাহমুদ কমপ্লেক্স থেকে এসব চাকরিপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। বিকালে ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
ঢাকাটাইমস/২২আগস্ট/এএ/ডব্লিউবি