logo ০৮ এপ্রিল ২০২৫
স্বর্ণ গলিয়ে ভারতে পাচার করত ওরা
টঙ্গী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৬ ১৫:৩৭:১৯
image



সাভারের আমিনবাজার ও পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে ১২ কেজি স্বর্ণসহ আটক চোরাকারবারি চক্রের চার সদস্য পাচার করে আনা স্বর্ণ গলিয়ে ভারতে পাচার করতো বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাতে আটকের পর আজ দুপুরে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে আটকদের ব্যাপারে এ তথ্য জানানো হয়।






আটকরা হলেন- তাপস মালাকার, মন্টি মালাকার, দুলাল চন্দ্র দাস ও দ্বীনবন্ধু সরকার। এই চারজন আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানকারী দলের সক্রিয় সদস্য। শুক্রবার দুপুরে উত্তরার র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।






র‌্যাব জানায়, আটক তাপস মালাকার ও তার স্ত্রী মন্টি মালাকার চার-পাঁচ বছর ধরে সোনা চোরাকারবারি করে আসছিল। অপরদিকে দ্বীনবন্ধু ঢাকার সোনা পাচারকারী চক্রের গডফাদার। তিনি দীর্ঘ ২০/২৫ বছর ধরে এ চক্রের সাথে জড়িত বলে জানায় র‌্যাব।






প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‌্যাব জানায়, গত ২৩ আগস্ট আসামি তাপস মালাকার ও তার সহযোগী গ্রেপ্তার আসামি দ্বীনবন্ধুসহ পলাতক হৃদয় দাস, নীলকৃষ্ণ ঘোষ ও সুমন দে ঢাকা সিএমএম কোর্টের সামনে হতে সোনাগুলো গ্রহণ করে। ২৫ আগস্ট রাতে সোনাগুলো একটি মাইক্রোবাসযোগে বেনাপোল যাচ্ছিল। এসময় গাড়িতে আসামি তাপস মালাকারের পরিবারের অন্যান্য সদস্যরাও ছিল। পরিবারের অনেকেই জানত না ওই গাড়িতে সোনা চোরাচালান হচ্ছে।






র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তারা আরো বলেছে-  সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্য হতে শুল্ক ফাঁকি দিয়ে বিমানপথে সোনার বার ও অলঙ্কার আকারে নিয়ে আসে এ চক্রটি। এসব সোনা দেশের বিভিন্ন স্থানে গলিয়ে বিভিন্ন আকারে পাশের দেশ ভারতেও পাচার করা হতো।






র‌্যাব আরো জানায়, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সোনার চাহিদা বেড়ে গেছে। এ সুযোগে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে।






(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এলএ)