logo ০৮ এপ্রিল ২০২৫
হাতিরঝিলে বাস থেকে ফেলে প্রকৌশলীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২৫:১১
image



রাজধানীর হাতিঝিলে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. মাহাব (২৫)। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি মালিবাগ ক্যাপ্টেন্ট পাবলিকেশন কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।






নিহত মাহাবের বন্ধু হাসান মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, শনিবার বিকাল পাঁচটার দিকে আমি মাহাব ও আমাদের এক ছোটভাই তিনজন মিলে হাতিরঝিলের চক্রাকার বাসে উঠে বনানীর দিকে যাচ্ছিলাম। এ সময় কয়েকজন বখাটে যুবকের সঙ্গে আমাদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ওই যুবকরা মাহাবকে মেরে নিচে ফেলে দেয়। এ সময় তার মাথা বাসের চাকার নিচে চলে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






মাহাব রাজধানীর কলাবাগানের ডলফিন গলিতে থাকতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘায়।






ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।






(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এএ/জেবি)