logo ০৭ এপ্রিল ২০২৫
ময়মনসিংহে ভুয়া ডিআইজি গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৯:৩০
image




ময়মনসিংহে ডিআইজি পরিচয়ে এক এসআইর সাথে প্রতারণাকারী সোহাগ মাহমুদ বাপ্পী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।



শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



পুলিশ সুপার সৈয়দ নুুরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময়ে পুলিশ ও র‌্যাবের বড় কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিনব কায়দায় চাঁদা দাবি ও প্রতারণা করে আসছিল।



সম্প্রতি ওই প্রতারক ডিআইজি পরিচয় দিয়ে ময়মনসিংহ সদর থানার এসআই আক্রাম হোসেনের কাছ থেকে ডাচ্ বাংলা ব্যাংকের ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।



পরে ডিবির ওসিকে অপরাধী শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিলে প্রযুক্তির সহায়তায় আসামিকে শুক্রবার রাতে পাশের জেলা কিশোরগঞ্জের মনিপুরীঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।



(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)