logo ১০ এপ্রিল ২০২৫
লড়াকু রোবট পেটম্যান
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১০:৩৭
image



এখন প্রযুক্তির উৎকর্ষে মোবাইল আর কম্পিউটারের পরের নামটাই বোধহয় রোবট। সম্প্রতি পেটম্যান নামের এক রোবট আলোড়ন তুলেছে প্রযুক্তি-জগতে। নামেই নিশ্চয়ই কিছুটা আঁচ করা যাচ্ছে রোবটটার বৈশিষ্ট্য সম্মন্ধে।






আসলে এটা মানবাকৃতির রোবট। তবে সাধারণ মানুষের মতো ঘর-গৃহস্থালি কিংবা অফিস-আদালত সামলাবে না এই রোবট। রীতিমতো যুদ্ধক্ষেত্রে মেশিনগান, মর্টার, ট্যাঙ্ক আর মিসাইল সামলাবে পেটম্যান। তাও আবার যে সে আর্মিতে নয়। সবচেয়ে বেশি যে সেনাদলটা এখন দুনিয়াজুড়ে যুদ্ধক্ষেত্র কাঁপাচ্ছে, খোদ সেই আমেরিকান আর্মিতেই যোগ দেবে পেটম্যান।






কে জানে হয়তো ইরাক-আফগানিস্তানেই এরা নেমে যেতে পারে। মার্কিন সেনাবাহিনীর জন্য এই রোবট বানিয়েছে দুনিয়ার সবচেয়ে নামি রোবটপ্রস্তুতকারী প্রতিষ্ঠান বোটস্টন ডায়ানামিক্স।






২০০৯ সালেই পেটম্যান পরিকল্পনা গ্রহণ করে এই নামি প্রতিষ্ঠানটি। তবে পেটম্যান এখনো মাঠে নামার উপযোগী হয়নি। আরো কিছুদিন সময় লেগে যেতে পারে। মানুষের মতো কাঠামো হলেও পেটম্যানের কর্মদক্ষতা মানুষের চেয়ে কয়েকগুণ বেশি। একেকটা পেটম্যানের উচ্চতা হবে ৬ ফুটের কাছাকাছি আর ওজন ১৮০ পাউন্ড।






(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজেড)