logo ১০ এপ্রিল ২০২৫
রয়াল ওয়েডিংয়ে রবি গ্রাহকদের জন্য বিশেষ ছাড়
আইটি প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৭:০১
image



ধন্যবাদ কর্মসূচির আওতায় রয়াল ওয়েডিং প্ল্যানার লিমিটেড থেকে বিশ্বমানের ওয়েডিং ফটোগ্রাফিসহ ডেকোরেশন ও ক্যাটারিং সার্ভিস গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মাঝে এ বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।






চুক্তির আওতায় রবি গ্রাহকরা ফটোগ্রাফিসহ ডেকোরেশন সার্ভিসে ২৫ শতাংশ এবং ক্যাটারিং সার্ভিসে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। ‘সিএটি’ (ঈঅঞ) লিখে ১২১৩ নাম্বারে পাঠিয়ে ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা।






রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তওফিক ইমাম ও রয়াল ওয়েডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সালমান আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।






এসময় লয়ালটি অ্যান্ড উইনব্যাকের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং রয়াল ওয়েডিংয়ের সিইও মাসুদুর রহমান ও মার্কেটিং এক্সিকিউটিভ জেরিন রায়হানা উপস্থিত ছিলেন।  






(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড)