logo ১৮ এপ্রিল ২০২৫
অ্যালকাটেলের ৫০০০ মিলিঅ্যাম্পায়ার ব্যাটারির ফোন
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪১:২২
image



ফ্র্যান্সের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল নতুন একটি ফোন বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। ফোনটির মডেল অ্যালকাটেল পিক্সি ৪ প্লাস পাওয়ার। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৫০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।           






ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। ৭২০ পিক্সেল আইপিএস ডিসপ্লের এই ফোনটিতে ১ জিবি র‌্যাম আছে। বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।






এতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে।






ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত।






(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড)