অরিজিনাল সফটওয়্যার ব্যবহার বাড়াতে মাইক্রোসফটের উদ্যোগ
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৪:৪৬
পাইরেটেড সফটওয়্যার নয় অরিজিনাল সফটওয়্যার ব্যবহারসহ প্রযুক্তির বিভিন্ন বিষয়ে নিয়ে মাইক্রোসফট এর রিটেইল সেলস ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় মাইক্রোসফট এ ট্রেনিংয়ের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশ এর পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার খলিলুল হক এবং স্মার্ট টেকনোলজিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মিরসাদ হোসেন সহ প্রমুখ।
মিরসাদ হোসেন বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রয় প্রতিনিধিদের অরিজিনাল সফটওয়্যার ব্যবহার এর সুফল সম্পর্কে প্রশিক্ষিত করার চেষ্ঠা করছি।
মাইক্রোসফট এর অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন ঢাকার আইডিবি জোন এর ডিলার প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিগণ।