মটো সিরিজে নতুন ফোন আনছে লেনোভো
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩২:০২
লেনোভো মটো এম নামের একটি ফোন বাজারে আনতে চলেছে এমন খবর পাওয়া গিয়েছিল সম্প্রতি৷ যদিও সেই খবর অনুযায়ী কেবল চীনের বাজারেই মিলবে এই ফোন এমনটাই জানানো হয়েছিল৷ কিন্তু লেনোভো জানিয়েছে, এশিয়ায় চীন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে মিলবে এই ফোন৷
মটো সিরিজের এই দুইটি স্মার্টফোনের মডেল এক্সটি১৬৬২ এবং এক্সটি১৬৬৩। এশিয়ার অন্যান্য কয়েকটি দেশেও পাওয়া যাবে।
যদিও এই নতুন স্মার্টফোনটির ফিচারস নিয়ে সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবুও ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের তথ্য৷
সত্যতা প্রমাণ না হলেও যদি ধরে নেওয়া যায় ফাঁস হওয়া ফিচারসগুলি এই ফোনটিতে থাকছে তবে মোবাইলপ্রেমীদের জন্য বেশ ভাল খবর৷
ফোনটিতে ৫.৫ ডিসপ্লের সঙ্গে থাকবে ২.১ গিগাহার্জের মিডিয়াটেক প্রসেসর৷ ফোনে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। এই ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড)