৬ জিবি র্যামের ফোন আনছে স্যামসাং
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৬:০০
৬ জিবি র্যামের একটি ফোন আনছে স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি সি৯। এই ফোনটির তথ্য সম্প্রতি গিজবেঞ্চে প্রকাশ হয়েছে। ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ এসওসি।
আনতুতু বেঞ্চমার্কের তথ্য মতে, গ্যালাক্সি সি৯ ফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে থাকবে। এর বিল্টইন মেমোরি হবে ৬৪ জিবি। এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ফ্রন্টেও থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা
অ্যানড্রয়েড ৬.০.১ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে অ্যাড্রিনো ৫১০ জিপিইউ থাকছে। এর ডিসপ্লে হবে ৫.৭ ইঞ্চির।
এই বছরেই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড)