logo ১১ এপ্রিল ২০২৫
অস্ত্রসহ আটক দুই জার্মান নাগরিক রিমান্ডে
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৩৮:৪৯
image




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্রসহ আটক বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।



দশ দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন তাদের তিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া দুইজন হলেন- মোহাম্মদ মনির বেন আলী এবং আনিসুল ইসলাম তালুকদার।



এর আগে দুপুরে দুই আসামিকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন বিমানবন্দর থানার পরিদর্শক সফিকুল ইসলাম।



গত মঙ্গলবার সকালে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় আসেন আনিসুল ও মনির। গ্রিন চ্যানেল পার হওয়ার পর যাত্রীদের লাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু ও মদের বোতলের ইমেজ দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে নয়টি পিস্তুল সদৃশ অস্ত্র ও ১২টি মদের বোতলসহ এই দুজনকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।



(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/আরজে/এমআর)