logo ০৫ এপ্রিল ২০২৫
ইবি’র ফোকলোর বিভাগের নতুন সভাপতি ড. সাইদুর
ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৯:৫০
image




ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের নতুন সভাপতি নিয়োগ দেয়া হয়েছে। সভাপতি হিসেবে বাংলা বিভাােগর প্রফেসর ড. সাইদুর রহমান নিযুক্ত হয়েছেন।



বুধবার সন্ধ্যায় রেজিস্ট্রার অফিসের প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।



ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী আগামী তিন বছরের জন্য প্রফেসর ড.  সাইদুর রহমানকে এ পদে নিয়োগ দিয়েছেন।



সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি প্রফেসর সাইদুর রহমান ইংরেজি বিভাগের প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর স্থলাভিষিক্ত হলেন। এর আগে প্রফেসর  ড. সাইদুর রহমান সফলতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের দায়িত্ব পালন করে চলেছেন।



এদিকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুয়ারেন্স সেল (আইকিউএসি) নতুন পরিচালক হিসেবে ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কে.এম আব্দুস সোভাহানকে নিয়োগ দেওয়া হয়েছে। ভিসি প্রফেসর ড. মো. হারুন উর রহমান আসকারী তাকে এ পদে আগামী ১ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।



(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)