logo ০৪ এপ্রিল ২০২৫
৩২ শব্দের পাসওয়ার্ড সবচেয়ে নিরাপদ
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০০:৪৮
image



ইন্টারনেট নির্ভর বিভিন্ন পরিষেবায় সাইবার হামলার পরিধি বেড়েছে। কিন্তু একটু সচেতন থাকলেই সাইবার হামলা থেকে নিজেদের ইমেইলসহ বিভিন্ন জিনিসের তথ্য রক্ষা করা সম্ভব। এই বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউরের এক গবেষক জ্যার্নো নিয়েমেলা জানিয়েছেন, কমপক্ষে ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তবে ৩২ অক্ষরের পাসওয়ার্ড হলে আরও ভালো হয়। পাসওয়ার্ডগুলোতে কাছাকাছি শব্দের বদলে এলোমেলো অক্ষর ব্যবহার করলেও হ্যাকিং থেকে নিরাপদ থাকা সম্ভব।






কিন্তু ২০ অক্ষরের পাসওয়ার্ড বা ৩২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করাটাও তো সমস্যার। সেক্ষেত্রে? এই বিষয়ে ওই গবেষক বলেছেন, 'নিরাপত্তা নিশ্চিত করতে হলে এটুকু তো করতেই হবে।' 






(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজেড)