logo ০৪ এপ্রিল ২০২৫
দেশের বাজারে স্যামসাংয়ের নতুন ফোন জে৭ প্রাইম
আইটি প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৯:১৬
image



দেশের বাজারে এলো স্যামসাংয়ের নতুন স্মাার্টফোন। ফোনটির মডেল গ্যালাক্সি জে৭ প্রাইম। এটি স্যামসাংয়ের স্মার্টফোনের সর্বশেষ লাইন আপ। 






জে সিরিজের হ্যান্ডসেটসমূহের অন্যতম এটি।






স্টাইলিশ মেটাল ইউনিবডির এই ফোনটির হোম বাটনে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে আছে  ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। এই হ্যান্ডসেটে রয়েছে ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। এতে আছে এক্সিনোস ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। র‌্যাম আছে ৩ জিবি। বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।






অ্যানড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। 






গ্যালাক্সি জে৭ প্রাইম হ্যান্ডসেটে আরও রয়েছে এস বাইক মোড ফিচার। এটি একটি ডেডিকেটেড বাইক মোড ‘রাইড টেনশন ফ্রি’ যা ব্যবহারকারীদের নিরাপদে বাইক চালানোতে সাহায্য করবে। 






ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। 






নতুন সংস্করণের এই জে৭ প্রাইম হ্যান্ডসেট বর্তমানে বাজারে সোনালী ও কালো রঙ এ পাওয়া যাচ্ছে। এই হ্যান্ডসেটের দাম পড়বে মাত্র ২৩ হাজার ৯০০ টাকা। এই হ্যান্ডসেট কিনতে গ্রাহকরা ০% ইন্টারেস্টে ৬ মাসের সহজ ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।






(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজেড)