আ.লীগের সম্মেলনে পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৮:৩২

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ‘পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না’ বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
অভ্যর্থনা উপপরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘কয়েকটি পত্রিকায় সংবাদ এসেছে পাকিস্তান থেকে নাকি কয়েকজন আসছে। যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে প্রকাশ্যে পার্লামেন্টে কথা বলে, সে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করে নাই, করবেও না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের আমন্ত্রণের কাজ চলছে। যাদের আমন্ত্রণ করা হবে, তাদের পক্ষ থেকে সম্মেলনে আসার ব্যাপারটি নিশ্চিত করা হলেই আনুষ্ঠানিকভাবে তা আপনাদের জানানো হবে। এর আগে পত্র-পত্রিকায় অনুমাননির্ভর কোনো খবর দেয়া ঠিক হবে না। জাতীয় কাউন্সিলে যারা আসবে তাদের সুনির্দিষ্ট নামসহ আপনাদের জানানো হবে।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, কর্ণেল (অব.) ফারুক খান, আমিনুল ইসলাম আমিন, শাহরিয়ার আলম, নাজমুল হাসান পাপন, মনিরুজ্জামান মনির প্রমুখ।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমআর)