বিএনপি নেতা আব্দুস সালাম হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩২:৪৯
ঢাকা-মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর জানাজা শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
পরে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার সেখানে চিকিৎসা চলছে।
আব্দুস সালামের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/বিইউ/জেডএ)