logo ০৫ এপ্রিল ২০২৫
জবির নাট্যকলা বিভাগের যাত্রাপালা মঞ্চায়ন
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৮:৩৩
image



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের প্রযোজনায় প্রদর্শিত হয়েছে যাত্রাপালা ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’।






আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথম প্রদর্শনী বেলা ১১টায় এবং দ্বিতীয় প্রদর্শনী বেলা দুইটায় অনুষ্ঠিত হয়।






বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের প্রযোজিত যাত্রাপালাটির রচয়িতা শান্তিরঞ্জন দে। প্রশিক্ষণ ও পরিচালনায় ছিলেন মিলন কান্তি দে এবং তত্ত্বাবধান করেছেন সহকারী অধ্যাপক কামালউদ্দিন খান।






যাত্রাপালা প্রদর্শনীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী  অধ্যাপক মো. আব্দুল হালিম প্রামাণিক। এ ছাড়া বিভিন্ন অনুষদের  ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন। তারা পরে উপভোগ করেন যাত্রাপালাটি।






(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/মোআ)