logo ০৪ এপ্রিল ২০২৫
যৌন হয়রানির অভিযোগে দুই যুবকের দণ্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২১:৫৬
image




লক্ষ্মীপুরের কমলনগরে যৌন হয়রানির অভিযোগে দুই যুবককে বিনাশ্রম দ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।



বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ দ- দেন।



সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার হাজিরহাট ইউনিয়নের মো. আলী ও চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার মো. রিয়াজ।



এ ঘটনায় মো. আলীকে ছয় মাস ও মো. রিয়াজকে দুই মাসের সাজা দেয়া হয়।



জানা গেছে, মো. আলী দীর্ঘদিন ধরে ওই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি করে আসছিলেন। বুধবার রাতে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকার চেষ্টা করলে তার চিৎকারে মো. আলী পালিয়ে যায়। এ ঘটনায় সকালে থানায় একটি অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।  এ ছাড়া রিয়াজ একই এলাকার ইসমাইলের মেয়েকে মোবাইলে উত্যক্ত করে। পরে বুধবার রাতে রিয়াজ মেয়ের বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেয়া হয়।



ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)