logo ০৪ এপ্রিল ২০২৫
মির্জাপুরে হান্নান শাহর স্মরণে দোয়া মাহফিল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪১:০৬
image




টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।



শুক্রবার মির্জাপুর বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি এবং পৌর শাখা ও সহযোগী সংগঠন এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।



পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।



এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া, সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা, যুবদল সভাপতি গোলাম মোস্তফা জীবন, ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া প্রমুখ।



(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/জেডএ)