logo ০৪ এপ্রিল ২০২৫
নাইন সেট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০১:৩২
image




কিশোরগঞ্জের কৃতিসন্তান এশিয়া মহাদেশের দ্রুত মানব অ্যাথলেট মাহবুব আলম স্মৃতি নাইন সেট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার বিকালে ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।



খেলায় জয়বাংলা ক্লাবের ও নুর হোসেন স্মৃতি সংসদের মধ্যকার খেলায় জয়বাংলা ক্লাব ৩-১ গোলে বিজয়ী হয়েছেন। খেলা পরিচালনায় ছিলেন শাওন ইসলাম।



এসময় সভাপতিত্ব করেন কাউন্সিলর আশরাফুল আলম শামীম। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র ক্রীড়া সংগঠক মাহমুদ পারভেজ।



বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডা. মো. সিদ্দিক হোসাইন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, অ্যাথলেট মাহবুব আলমের গর্বিত মা মোছা. হালিমা খাতুন, হারুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল আলম লাভলু, ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন।



উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আকরাম হোসেন লালু, আ. রহিম, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজা, সহসভাপতি নজরুল ইসলাম খায়রুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)