logo ০৪ এপ্রিল ২০২৫
বাকেরগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৬:৪১
image




বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠীতে শামীম খান নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে পুলিশ ওই এলাকার একটি মাছের ঘের সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।



শামিম খান উপজেলার ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কৃষ্ণকাঠী গ্রামের হামিদ খানের ছেলে।  



নিহত শামিমের মা মালেকা বেগম জানান, কৃষ্ণকাঠী বাজারের সমিতির ঘর সংলগ্ন শামিমের কসমেটিক্সের দোকান রয়েছে। প্রতিদিনের মতো শামিম বৃহস্পতিবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়ির উদেশ্যে রওনা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি এবং মোবাইল ফোনটি বন্ধ থাকে।



পরে শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কৃষ্ণকাঠীর তালুকদারের মাছের ঘর সংলগ্ন এলাকায় তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।



বাকেরগঞ্জ থানার এসআই হারুন অর রশীদ জানান, সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। সেখানেই লাশের সুরাতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।



বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ আজিজ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)