logo ০৪ এপ্রিল ২০২৫
নিখোঁজের ৭ দিন পর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০০:৪০
image




নিখোঁজের সাত দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদায় আনছার আলী নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।



শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোমরপাড়া গ্রামের নলডাঙ্গা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।



নিহত আনছার আলী একই উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।



স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কৃষকরা নলডাঙ্গা মাঠে যাওয়ার পথে রাস্তার পাশে আনছার আলীর লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।



নিহতের ভাতিজা মনিরুল ইসলাম জানান, গত ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল আনছার আলী। পরে তার সন্ধানে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডয়েরি করা হয়।



দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল খালেক জানান, নিহত আনছার আলীর নামে চুয়াডাঙ্গা সদর থানায় ৩টি ও দামুড়হুদা মডেল থানায় ২টি মামলা রয়েছে। তবে কারা এবং কি  কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে কোনো মন্তব্য রাজি হননি তিনি।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)