logo ০৪ এপ্রিল ২০২৫
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৩:৫২
image




বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএম জিয়াউদ্দিন মিলু নামে জনতা ব্যাংকের এক এক্সিকিউটিভ কর্মকর্তা মারা গেছেন।



মৃত জিয়াউদ্দিন বরিশাল নগরের কাউনিয়া বিসিক রোডের বাসিন্দা ও নগরের চকবাজার শাখা জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার (কার্যনির্বাহী কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।



শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।



এর প্রায় আধঘণ্টা আগে নিজ বাসায় বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে স্পৃষ্ট হন তিনি। এমনটাই জানিয়েছেন জনতা ব্যাংকের করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হাবিবুর রহমান।



মৃত এসএম জিয়াউদ্দিন মিলু জনতা ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের বিভাগীয় কমিটির সভাপতি।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)