logo ০৪ এপ্রিল ২০২৫
চুয়াডাঙ্গার ৭ কেজি রুপা জব্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০২:৩২
image




ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসা প্রায় ৭ কেজি ৩৫০ গ্রাম রুপা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)।



শুক্রবার ভোরে জেলার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে এ চালানটি জব্দ করা হয়।



চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদে ভোরে বিজিবির একটি টহল দল ঝাঝাডাঙ্গা গ্রামে ওৎ পেতে থাকে। এসময় একজন লোককে ব্যাগ হাতে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি অন্ধকারে ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।



পরে উদ্ধারকৃত ব্যাগটি তল্লাশি করে ভেতর হতে ৬৩০ ভরি (৭ কেজি ৩২৫ গ্রাম) রুপা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।



আটক মালামাল কাস্টমসে জমা করা হয়েছে বলেও জানান তিনি।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)