logo ০৪ এপ্রিল ২০২৫
সাভারে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৭:৫৬
image




সাভারে বংশী নদী থেকে অজ্ঞাত পরিচয় (১১) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ভাগলপুর বালুর মাঠ এলাকা সংলগ্ন বংশী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।



পুলিশ জানায়, সকালে নদীর কিনারে অজ্ঞাত পরিচয়ের ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।



সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান মিয়া জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। একই সাথে শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।



এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)