logo ০৪ এপ্রিল ২০২৫
প্রধানমন্ত্রীর ফ্লাইটে বিলম্ব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩২:৫৫
image



প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হচ্ছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফ্লাইট। তাঁকে বহনকারী বিমানটির আজ শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু শুক্রবার বিকালে বিমানবন্দরের ওয়েবসাইটে এমিরেটসের ওই ফ্লাইটসূচিতে বিমানটির শাহজালালে অবতরণের সম্ভাব‌্য সময় দেয়া আছে সন্ধ‌্যা ৬টা ৩৮ মিনিট। এমিরেটসের অপারেশন শাখাও প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির বিলম্বে আসার কথা নিশ্চিত করেছেন। সূত্রটি বলছে, ‘দুবাই এয়ারপোর্টে যাত্রাবিরতিতে কিছুটা সময় বেশি নিয়েছে। আর এ কারণে বিমানটি পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে ৬টা ৪৮ মিনিটে অবতরণ করবে।’






এদিকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার আয়োজন চূড়ান্ত করা হয়েছে। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা বিকাল সাড়ে তিনটা থেকে মিছিল আর স্লোগানে মুখর করে রেখেছে। বিমানবন্দরেও নেতাকর্মীরা উপস্থিত রয়েছে।






যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে রওনা হন শেখ হাসিনা। দুবাইয়ে এর যাত্রাবিরতি ছিল।






বিকাল চারটার দিকে বনানীর কাকলী, খিলক্ষেত, জোয়ার সাহারা থেকে বিমানবন্দরের আশপাশে তাদের অবস্থান দেখা যায়। কিছু স্থানে তারা সড়কের মধ‌্যে উঠে আসায় যান চলাচলে ব‌্যাঘাত ঘটছে। নেতাকর্মীদের ভিড়ের কারণে মহাখালী থেকে ফার্মগেটের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এই রুট দিয়ে যারা নিজের গন্তব্যে যাবেন তাদের সাতরাস্তা, কারওয়ান বাজার হয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।






স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও একদিন আগে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের সুশৃঙ্খলভাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিলেন।






ছুটির দিন হলেও শুক্রবার ঢাকায় দুটি বিশ্ববিদ‌্যালয়ের ভর্তি এবং বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা থাকায় সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি।






(ঢাকাটাইমস/ ৩০সেপ্টেম্বর/ এআর/ ঘ.)