প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা: অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৬:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ সংবর্ধনা দিতে আসা সশস্ত্র যুবলীগ নেতাকে আট করেছে পুলিশ। আটক যুবলীগ নেতা সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক। বিমান বন্দর থানা পুলিশ জানিয়েছে তার অস্ত্রটি লাইসেন্স করা। কিন্তু প্রধানমন্ত্রীর কর্মসূচিতে লাইসেন্স করা অস্ত্র নেয়াও নিষেধ।
শুক্রবার বিকাল সোয়া ৫টায় তাকে শাহজালাল বিমানবন্দরের কাছে বলাকা ভবনের কাছ থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ই আজম মিয়া।
সংবর্ধনা স্থল থেকে যুবলীগ নেতাকে নেয়া হয় বিমানবন্দর থানায়। রাত পৌনে আটটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৩০সেমেপ্টম্বর/জিএম)