logo ২৬ এপ্রিল ২০২৫
খাবার খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য অজ্ঞান
নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১২:৫২
image




নড়াইলে একই পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।



প্রতিবেশী ও পরিবারের অন্য সদস্যরা জানান, সদরের কোমখালী গ্রামের সেলিম মোল্যাসহ পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ওই পরিবারের কারো সাড়া না পেয়ে প্রতিবেশীরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।



অসুস্থরা হলেন- সেলিম মোল্যা, তার স্ত্রী পারমিতা, ছেলে লিমন, মেয়ে রিয়া ও লিমা।



ধারণা করা হচ্ছে, খাবারের মধ্যে কে বা কারা চেতনানাশক কোনো দ্রব্য মিশিয়ে বাড়ির মালামাল নিয়ে গেছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনও জানাতে পারেননি তারা।



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)