logo ০৪ এপ্রিল ২০২৫
নাটোরে ছয় ডাকাত আটক
নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৩:৩৮
image




চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।



শুক্রবার ভোরে উপজেলার শিকারপুর বাজার থেকে তাদের আটক করা হয়।



পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ডাকাতরা একটি হলুদ রংয়ের পিকআপ (নং ঢাকা মেট্রো-ন-১৮-৭৬৫৪) যোগে শিকারপুর বাজারে প্রবেশ করে। এসময় বাজারের আনিসুর রহমানের মোবাইলের দোকান, পাশের আহসান হাবীবের কাপড়ের দোকান ও শাহিনুরের স্টেশনারী দোকানের তালা ভেঙে ডাকাতির প্রস্তুতি নেয়। সময় স্থানীয়দের সহযোগিতায় নৈশপ্রহরীরা ৬ ডাকাতকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ডাকাতদের গ্রেপ্তার করে।



আটক ডাকাতরা হচ্ছে- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের কলেজ ছাত্র এমরান আলী, ইসলাম হোসেন, ডাকাত দলের সরদার একই গ্রামের আব্দুস সালাম, আকবর আলী, সবুজপাড়া গ্রামের বছির উদ্দিন এবং পিকআপ চালক টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মহিষপুর গ্রামের দিলিপ কুমার।



গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, পিকআপ চালক দিলীপ কুমার দীর্ঘদিন যাবৎ ডাকাতির কাজে ওই পিকআপ ভ্যান ভাড়া খাটাতো। আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)