logo ০৭ মে ২০২৫
চালু হল দেশের প্রথম বায়োটেক প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১০ সেপ্টেম্বর, ২০১৩ ২০:০৩:০৬
image


ঢাকা: দেশের প্রথম বায়োটেক কারাখানা এএফসি এগরো বায়োটেক লিমিটেড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। মঙ্গলবার তিনি খুলনার শোয়েলমারিতে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফসি এগরো বায়োটেকের চেয়ারম্যান সাংসদ গোলাম মোস্তফা, সাংসদ বাবু ননি গোপাল মণ্ডল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়েরসহ প্রতিষ্ঠানটির পরিচালকরা।



এএফসি এগরো বায়োটেক লিমিটেড  ফারমেনটেশন প্রোসেসের মাধ্যমে বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ও ফিড প্রোটিনের কাঁচামাল উৎপাদন করে।





(ঢাকাটাইমস/ ১০ সেপ্টেম্বর/ এইচএফ. ১৮.৩৫ঘ.)