logo ২০ মে ২০২৫
কাবার স্থানই পৃথিবীর প্রথম জেগে উঠা ভূখণ্ড
ঢাকাটাইমস ডেস্ক
০২ অক্টোবর, ২০১৩ ১১:৪০:২৮
image


ঢাকা: আজ হতে হাজার হাজার বছর আগে ঠিক আজকের দিনটিতে তথা ২৫শে জ্বিলক্বদ তারিখে মহান আল্লাহর নির্দেশে পৃথিবী নামক গ্রহের মহাসাগর থেকে শুষ্ক ভূখণ্ডের প্রথম অংশটুকু জেগে উঠেছিল।

 

এর আগে পৃথিবীর উপরিভাগের সব ভূখণ্ডই ছিল পানির নিচে নিমজ্জিত। শুষ্ক ভূখণ্ডের যে অংশটুকু সর্বপ্রথম জেগে উঠেছিল সেটাই ছিল পবিত্র কাবা ঘরের স্থান তথা বিশ্বের মুসলমানদের  নামাজ পড়ার কেবলা।

 

এরপর ধীরে ধীরে আরও ভূমি জেগে উঠতে থাকে এবং গড়ে ওঠে নানা মহাদেশ, দ্বীপ ও উপদ্বীপ।

 

আজকের এই দিনটি ইসলামী বর্ণনায় ‘জাহল বা দাহল আরদ’ (ভূমির উন্মেষ ও বিস্তৃতি) নামে পরিচিত। কোনো কোনো ইসলামী বর্ণনা অনুযায়ী এই দিনে আবির্ভূত হবেন  বিশ্বনবী (সা.)’র আহলে বাইতের  (নিষ্পাপ বংশধারার) সর্বশেষ সদস্য হযরত ইমাম মাহদী (আ.)। তিনি সারা বিশ্বে ইসলামী হুকুমাত ও পরিপূর্ণ ন্যায়বিচার-ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন।

 

এ দিনে অনেক মুসলমান নফল রোজা পালনসহ বিশেষ ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

(ঢাকাটাইমস/২অক্টোবর/এসইউএল/এএসএ/১১.২৪ঘ.)